শনিবারের বারবেলায় কি বলেন দুই হেভিওয়েট বাড়ছে কৌতুহল রাজনৈতিক মহলে

14th January 2021 11:19 pm রাজ‍্য
শনিবারের বারবেলায় কি বলেন দুই হেভিওয়েট বাড়ছে কৌতুহল রাজনৈতিক মহলে


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : শুভেন্দু অধিকারীর পথে কি পা বাড়াচ্ছেন আরো কেউ ? নাকি অন‍্য কোন বিতর্ক আবার সামনে আসবে ? দলবদল কি ফের ? শাসকদলের রক্তক্ষরণ কি এখনো অব‍্যাহত ? ৩০ শে জানুয়ারী অবধি যে দিন ঘোষনা করে রেখেছেন বিজেপি নেতৃত্ব সে দিকেই কি ইঙ্গিত ভাসছে ? এ হেন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজ‍্য রাজনীতিতে । জেলায় জেলায় শাসকদলের অভ‍্যন্তরেও নানা প্রশ্ন কে থাকছেন ? কে যাচ্ছেন ? যদিও নেতৃত্বরা বলছেন কে গেল কে এল তা নিয়ে চিন্তা কিছুই নেই । দল সব দলনেত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় কে দেখে । তবুও উৎকন্ঠা কিছুতেই যেন পিছু ছাড়ছে না । এবার পৌষ সংক্রান্তির দিনে তৃণমূলের বীরভূম লোকসভার সাংসদ অভিনেত্রী শতাব্দী রায় ফ‍্যান ক্লাবের ফেসবুক পোষ্ট ঘিরে নতুন কৌতুহল । ইতিপূর্বে বনমন্ত্রী রাজীব বন্দ‍্যোপাধ‍্যায় ঘোষনা করে রেখেছেন আগামী ১৬ ই জানুয়ারী বিকেল ৩ টে নাগাদ ফেসবুক লাইভে আসবেন তিনি । কি বলবেন তিনি তা কেউ জানে না । এই পোষ্ট তিনি যখন করেছিলেন তখন তাঁর নামের নীচে বনমন্ত্রী পঃ বঃ সরকার লেখা রয়েছে । কিন্তু পৌষ সংক্রান্তিতে তিনি শুভেচ্ছা জানিয়ে সেই এক ই পেজে যখন শুভেচ্ছা বার্তা ছবি সহ পোষ্ট করেছেন সেখানে শুধু লেখা রাজীব ব‍্যানার্জী । কোন মন্ত্রী র পোষ্ট উল্লেখ করেন নি তিনি । প্রশ্ন কেন ? এখান থেকেই বাড়ছে কৌতুহল । তাহলে কি শনিবারের বিকেলে কোনো নতুন কথা বলবেন রাজীব ব‍্যানার্জী ? আবার পাশাপাশি তৃণমূল সাংসদ শতাব্দী রায় ফ‍্যান ক্লাব সেখানেও লেখা সেই শনিবারের কথা । ১৬ ই জানুয়ারি দুপুর ২ টোর সময় জানাবেন তিনি যদি কোনো সিদ্ধান্ত নেন বলে ঘোষনা করা হয়েছে । কি সিদ্ধান্ত ? কেন ই বা সিদ্ধান্ত ? এখানেও কৌতুহল সকলের । এক ই দিন । শনিবার । একজন দুপুর ২ টো , একজন বিকেল ৩ টে । স্বাভাবিক ভাবেই বাড়ছে জল্পনা । 





Others News

বাংলা সাহিত‍্য জগতে ফের নক্ষত্র পতন : চলে গেলেন বুদ্ধদেব গুহ

বাংলা সাহিত‍্য জগতে ফের নক্ষত্র পতন : চলে গেলেন বুদ্ধদেব গুহ


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : আবারো নক্ষত্র পতন বাংলা সাহিত‍্য জগতে । দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন প্রখ‍্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ । মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর । গতকাল গভীর রাতে একটি বেসরকারী চিকিৎসাকেন্দ্রে প্রয়াত হন তিনি । বুদ্ধদেব গুহ'র প্রয়াণে শোকস্তব্ধ বাংলার সাহিত‍্য জগৎ । শোক প্রকাশ করেছেন বহুজন । চলতি বছরের এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি । সেই যুদ্ধ জয় করে ফিরলেও অবশেষে হার মানতেই হল । হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন প্রখ‍্যাত সাহিত‍্যিক বলে হাসপাতাল সুত্রে খবর । " জঙ্গলমহল" , " মাধুকরী" , " কোজাগর" , বাবলি সহ একাধিক উপন‍্যাস এর স্রষ্টা চলে গেলেন না ফেরার দেশে । ১৯৭৭ সালে আনন্দ পুরস্কারে সম্মানিত হন তিনি । লেখার পাশাপাশি ভালো গান ও গাইতে পারতেন বুদ্ধদেববাবু ।